চট্টগ্রামের বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের (ডিপিও) নেতৃবৃন্দ গতকাল সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে। ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে প্রতিবন্ধ দের ব্যক্তি ভাতা ২০০০ টাকা করা এবং চাকরিতে সমঅধিকার সহ ৭ দফা দাবিতে এই স্মারকলিপি প্রদান করা হয়।
প্রতিবন্ধীদের স্বাধীন জীবনযাত্রা কেন্দ্রের সভাপতি সাবরিনা সুলতানার নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বধির উন্নয়ন সংঘ, চট্টগ্রাম শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশন, চট্টগ্রাম বধির সংঘ, চন্দনাইশ প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন সংগঠন, অ্যালেয়েন্স অব আরবান ডিপিও (এইউডিসি), চান্দগাঁও প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন সংগঠন, বাংলাদেশ শ্রবণ প্রতিবন্ধী ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ এজেন্সিস (এডাব) এবং উৎসর নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসক এসব দাবি দাওয়ার যৌক্তিকতা স্বীকার করে তা বাস্তবায়নে যথাযথ কতৃপক্ষের কাছে পৌঁছে দেয়ার আশ্বাস দেন। প্রতিবন্ধী সংগঠন সমূহের ৭ দফা দাবিগুলো হলো জাতীয় বাজেটে প্রতিবন্ধীদের ভাতা ন্যুনতম ২০০০ (দুই হাজার) টাকা করা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ও প্রতিবন্ধী ব্যক্তি ভাতা, উভয়ই নিশ্চিত করতে করা, প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে নিয়োগ এবং কর্মসংস্থান নিশ্চিতকরণে বিশেষ নীতিমালা প্রণয়ন করাসহ ৭ দফা দাবি নিশ্চিত করা। প্রেস বিজ্ঞপ্তি।