প্রতিবন্ধীকে অনুগ্রহ নয়, দিতে হবে যথাযোগ্য সম্মান

ডিসএ্যাডভানটেইজড পিপলস এসোর সভায় বক্তারা

| সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫২ পূর্বাহ্ণ

সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত ও অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন ডিসএ্যাডভানটেইজড পিপলস এসোসিয়েশনের (ডাপা) বার্ষিক সাধারণ সভাগত ২১ ডিসেম্বর নগরীর কারিতাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কাজী মোঃ শাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে এতে প্রধান অতিথি ছিলেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। সভায় সংস্থার বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মো. রুবেল। বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো: কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ নাসিমা আক্তার, কর্ণফুলী স্বসহায়ক দলনেত্রী আরিফা আক্তার প্রমুখ। প্রধান অতিথি শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর তাঁর বক্তব্যে বলেন ,ডিসএ্যাডভানটেইজড পিপলস এসোসিয়েশন (ডাপা) একটি কুষ্ঠ আক্রান্ত, শারীরিক প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষের স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিবন্ধী মানুষকে কেবল প্রতিবন্ধী হিসেবে অনুগ্রহ নয় দিতে হবে মানুষ হিসেবে যথাযোগ্য সম্মান ও অধিকার। প্রতিবন্ধীদের যদি মানুষ হিসেবে যথাযোগ্য সম্মান ও সমঅধিকার ও সুযোগসুবিধা নিশ্চিত করা যায় তাহলে তারা দেশ ও জাতীর জন্য বয়ে আনতে পারে অকল্পনীয় সম্ভাবনাময় অর্জন। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ডাপা তৃণমুলের পিছিয়ে পড়া প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। পরে প্রধান অতিথি প্রতিবন্ধিতা উত্তরণে ভূমিকা রাখায় বিভিন্ন স্বসহায়ক দলনেতাদের পুরস্কার ও উপহার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধসুন্নি মতাদর্শীদের ঐক্যবদ্ধ হয়ে মানব কল্যাণে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধব্যাপক দাওয়াতী কাজের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করতে হবে