প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ হারালেন ছোটভাই, বড়ভাই আহত

জায়গা-জমির বিরোধ

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ২৩ মার্চ, ২০২৫ at ৫:৫১ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় জায়গাজমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন দুই ভাইকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে। এতে ছোটভাই সুবীর চক্রবর্তী (৪০) নিহত হন এবং বড়ভাই প্রবীর চক্রবর্ত্তী (৪৫) গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার পুরানগড় ইউনিয়নের ফকিরখীল গ্রামে এ ঘটনা ঘটে। হতাহত দুই ভাই স্থানীয় উত্তরপাড়া গ্রামের মৃত অরুণ চক্রবর্তীর পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুবীর চক্রবর্তীদের সাথে একই এলাকার রূপক দাশ নামে এক ব্যক্তির জায়গাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মামলা চলমান। বিষয়টি মীমাংসায় কয়েকবার এলাকায় সালিশি বৈঠকও হয়। ঘটনার দিন রাতে পেশায় দর্জি সুবীর চক্রবর্তী ও তার বড় ভাই পল্লী চিকিৎসক প্রবীর চক্রবর্তী ইউনিয়নের শীলঘাটা এলাকা থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে তারা বাড়ির কাছাকাছি পৌঁছলে প্রতিপক্ষের লোকজন তাদের মোটরসাইকেল গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুবীর চক্রবর্তী নিহত হন এবং আহত হন তার বড় ভাই প্রবীর চক্রবর্তী।

প্রবীর চক্রবর্তী সাংবাদিকদের জানান, তিনি পুরানগড়ের শীলঘাটা এলাকায় পল্লী চিকিৎসক হিসেবে স্থানীয়দের চিকিৎসাসেবা প্রদান করেন। একই এলাকায় তার ছোট ভাই সুবীরও কাপড় সেলাইয়ের কাজ করে। শুক্রবার রাতে তারা দোকান বন্ধ করে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছলে রূপক দাশসহ তার সঙ্গে থাকা ১২১৩ জন তাদের গতিরোধ করে। পরে তাদের ছুরিকাঘাতে সুবীর প্রাণ হারায়।

পুরানগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ আহমদ জানান, তিনি রাতে তারাবির নামাজ পড়ে বের হলে এলাকায় পুলিশ যেতে দেখে ঘটনা সম্পর্কে অবগত হন। প্রতিবেশীদের সাথে দীর্ঘদিন ধরে সুবীরের জায়গাজমি নিয়ে যে বিরোধ চলে আসছিল সেই ব্যাপারেও তিনি অবগত রয়েছেন বলে জানান।

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল হাসান সাংবাদিকদের জানান, খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনার পরপর হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণের পর নারীকে হত্যা, কানের দুল বেচতে গিয়ে ধরা যুবক
পরবর্তী নিবন্ধভোটার তালিকাসহ নানা বিষয়ে গোঁজামিল রেখে নির্বাচনের উদ্যোগ