প্রতিনিধি পরিষদও যেতে পারে রিপাবলিকানদের দখলে

| শুক্রবার , ৮ নভেম্বর, ২০২৪ at ৭:৫৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয় পাওয়ার পর ভাষণে রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘আমেরিকার জনগণ নজিরবিহীন, শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।’ আর এই ম্যান্ডেটের জোরেই এবার ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সিতে ক্ষমতায় খুবই কমই বাধার মুখে পড়বেন। প্রেসিডেন্সির প্রথম মেয়াদে ট্রাম্প যেসব বেড়াজালের মুখে পড়েছিলেন সেগুলো এখন আর নেই। কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে এবার ট্রাম্পের মিত্রই বেশি।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে কংগ্রেসের সেনেট এবং প্রতিনিধি পরিষদের (হাউজ অব রিপ্রেজেনন্টেটিভস) ভোটের ফলে দেখা যাচ্ছে, আগামী বছর সেনেটের নিয়ন্ত্রণ থাকবে রিপাবলিকানদের হাতে। আবার প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও রিপাবলিকানরাই নিতে পারে। অর্থাৎ, কংগ্রেসের দুই কক্ষেই তাদের জয়জয়কার হওয়ার পূর্বাভাসই পাওয়া যাচ্ছে ভোটের ফলে। ভোটের দিন মঙ্গলবারেই সেনেট রিপাবলিকানদের দখলে গেছে। ১০০ আসনের এই উচ্চকক্ষে রিপাবলিকানরা পাচ্ছে অন্তত ৫২ আসন কিংবা বেশি হলে ৫৫ আসন তারা পেতে পারে। সেখানে ডেমোক্র্যাটরা পাচ্ছে ৪৪ আসন। ৪৩৫ আসনের নিম্নকক্ষের এই লড়াইয়ে ২১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতার জন্য রিপাবলিকানদেরকে ওইসব আসনের ১০টিতে জয় পেতে হবে। যেখানে ডেমোক্র্যটদেরকে পেতে হবে ২৯টিতে জয়। এখন পর্যন্ত ভোটের ফলে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদেরকে ২০৮টি আসন এবং ডেমোক্র্যাটদেরকে ১৮৯ আসন পেতে দেখা গেছে। প্রতিনিধি পরিষদ (হাউজ) দখলের লড়াই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ারই আভাস পাওয়া যাচ্ছে এবং কোন দল জিতবে তা নির্ধারণ করতে আরও কয়েক দিন বা কয়েক সপ্তাহ লাগতে পারে বলে মনে করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি হচ্ছেন ভারতীয় উষা
পরবর্তী নিবন্ধপরিবেশ মামলায় মহেশখালীতে আ.লীগ নেতা আটক