প্রতিটি মানুষই প্রতিভাবান

হামিমা জামিল রুমা | শনিবার , ১১ জানুয়ারি, ২০২৫ at ৪:৫৫ পূর্বাহ্ণ

প্রতিটি মানুষের মধ্যেই প্রতিভার খনি রয়েছে, ওই খনিকে বের করে জীবনকে সমৃদ্ধ করার দায়িত্ব আপনার নিজের। যারা বিখ্যাত হয়েছেন তাদের জীবনেও দিনে ২৪ ঘণ্টা, আমাদের জীবনেও একই।

ভাবুনতো তারা যদি তাদের সমস্ত কিছু করেও নিজেকে সমৃদ্ধ করতে সক্ষম হয়েছেন তাহলে আপনি আমি আমরা কেনো পারবো না? কেনো কেনো? সমস্যাটা কোথায় ?

আমি বলছি সমস্যা কোথায়! সমস্যা হলো একটাই রোগ, ওই রোগের নাম মানুষ কী বলবে? মানুষ কী বলবে? আরে মানুষ কিবা বলবে দিনশেষে আপনি পৃথিবী ছেড়ে গেলেই জোরে বলে উঠবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন। এটাই আপনাকে নিয়ে মানুষের করা শেষ মন্তব্য হবে তাই মানুষ কে কী বললো ওসব ফালতু চিন্তা বাদ দিয়ে, নিজের কাজে এতোবেশি মনোযোগ দিবেন কাউকে নিয়ে কথা বলার সময় যেনো আপনার না হয়, কারো ঘর কারো জীবন কারো সম্পর্ক নিয়ে কথা বলার আগ্রহ যেনো মন থেকে মুছে যায়, নিজের দায়িত্বে নিজের কাজে এতোবেশি মনোযোগী হয়ে যাবেন, রুটিন ছাড়া কেউ আপনাকে খুঁজেও যেনো না পায়!

আপনার এই কাজই একদিন আপনাকে সমৃদ্ধ করবে, যে সমৃদ্ধি সকলের জন্য কল্যাণ নিয়ে আসবে ইনশাআল্লাহ।

দিনের যেকোনো একটা সময় শুধু নিজের জন্য বরাদ্দ রাখুন, ওই সময়ে শুধুমাত্র নিজের শখের কাজগুলো করবেন, যে কাজগুলো আপনাকে আনন্দ দিবে খুশি দিবে ভুলিয়ে দিবে পুরো দিনের দুশ্চিন্তা।

পারলে দিনের যেকোনো একটা ভালো মুহূর্ত ডায়েরিতে লিখে রাখুন, যে মুহূর্ত আপনাকে আপনার জীবনের ওপর কৃতজ্ঞতা জাগিয়েছিল। এভাবে প্রতিদিন একটা করে সুন্দর মুহূর্ত লিখে রাখলে ৩০ দিন পর দেখবেন ৩০ টা সুন্দর মুহূর্ত আপনি পেয়ে গেছেন। এভাবেই সুন্দর মুহূর্তের অংশগুলো জীবন থেকে কালেক্ট করে নিতে হয় শত খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকেও খুশিখুশি।

জীবনে এভাবে একপা দুপা করে নিজেকে ভালো কাজের অনুশীলন করাতে হয়, আপনি যতবেশি নিজেকে কাজে ব্যস্ত রাখবেন ততবেশি সুস্থতা অনুভব করবেন, আজেবাজে কথা মাথায় ঘুরপাক খাবে না, কারো সাথে দু চারটা উল্টাপাল্টা কথা হবে না। ঝামেলামুক্ত থাকা হবে, এগুলো করে করে নিজেকে ট্রেনিং করাতে হয় নিজের তাহলেই সম্ভব সবকিছুই, আজ থেকে নিজের ভিতরের প্রতিভার খনিকে টেনে বের করে আনার চেষ্টা শুরু করুন। প্রথমে ১০০ বার ভুল হবে কেউ হাসবে, কেউ ঠাট্টা করবে। কেউ খারাপ সমালোচনা করবে কিন্তু নিজের চেষ্টা থামানো যাবেনা।

১০১ বার থেকে কাজটা নিখুঁত হবে, এতটাই নিখুঁত আপনি নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে নিজে বলবেন দেখো এটাই তোমার চেষ্টার রেজাল্ট এবং আপনাকে দেখে আরো হাজার জন অনুপ্রাণিত হয়ে তাদের নিজেদের জীবনকে সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ।

আমরা এভাবেই একজন আরেকজনের গাইডলাইন হয়ে কাজ করে যাবো অন্তরে সৎ নিয়ত নিয়ে সোশ্যাল মিডিয়াকে আমরা উপকারী দিক হিসেবে ব্যবহার করবো, যেখান থেকে আমরা প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ কথা শিখবো।

সবার জন্য ভালোবাসা। সবাই সবার জীবনে খুব খুশি থাকুক এটাই প্রত্যাশা!

পূর্ববর্তী নিবন্ধটিসিবির পণ্য বিক্রিতে দুর্নীতি দূর করে শৃঙ্খলা আনয়ন করা হোক
পরবর্তী নিবন্ধসাধু সাবধান!