প্রতিকূলতা ডিঙিয়ে এগিয়ে যাচ্ছেন চট্টগ্রামের নারী লেখকরা

অনলাইন বাংলা বইমেলার সেমিনারে বক্তারা

| বুধবার , ৩০ ডিসেম্বর, ২০২০ at ৯:২২ পূর্বাহ্ণ

নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা ডিঙিয়ে চট্টগ্রামের নারী লেখকরা লেখালেখিতে নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সমাজের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা প্রয়োজন। বর্তমান সরকার নারীবান্ধব। সমাজও যদি নারী বান্ধব হয়, তাহলে প্রতিবন্ধকতা দূর হবে। চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে মাসব্যাপি অনলাইন বাংলা বইমেলার গতকাল মঙ্গলবার ২৯ তম দিনে ‘সাহিত্যে চট্টগ্রামের নারী’ শীর্ষক সেমিনারে বক্তারা উপর্যুক্ত বক্তব্য রাখেন। চট্টগ্রাম চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্তের সভাপতিত্বে সেমিনারে মূল আলোচক ছিলেন শিক্ষাবিদ কবি মর্জিনা আখতার, স্বাগত বক্তব্য রাখেন মেহের আফরোজ হাসিনা, ধন্যবাদ বক্তব্য দেন অনলাইন বাংলা বইমেলার প্রধান উদ্যোক্তা কবি সাংবাদিক রাশেদ রউফ। অধ্যাপক কবি নিশাত হাসিনা শিরিনের সঞ্চালায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু, শিপ্রা দাশ, আজিজা রূপা, কাঞ্চনা চক্রবর্তী, উৎপলকান্তি বড়ুয়া, শামসুদ্দিন শিশির, সাখাওয়াত হোসেন মজনু, ইফতেখার মারুফ, তসলিম খাঁ, কায়কোবাদ চৌধুরী, মোহাম্মদ আজিজ উদ্দিন, সুপ্রতীম বড়ুয়া, মঈনুল হক চৌধুরী জোসেফ, ফারজানা রহমান শিমু, গোফরান উদ্দীন টিটু, এস এম আজিজ উদ্দিন, সৈয়দা সেলিমা আক্তার, আবদুল্লাহ আল ফয়সাল, লিমা, চম্পা, সুমি দাশ, তন্ময় দাশ, অভিলাষ মাহমুদ, শিউলি আক্তার, কল্যাণ বড়ুয়া, অরুণ শীল, সৈয়দা জয়নাব আক্তার শিউলি, লায়রা ইব্রাহিম বানু, ড. সৌরভ সাখাওয়াত, সজল দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসময়ের সাহসী সন্তান শহীদ হারুনুর রশিদ
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে