প্রতারণার মামলায় মডেল মেঘনার জামিন

| মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১০:১৩ পূর্বাহ্ণ

প্রতারণা ও চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম।

গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্ল্যাহর আদালত শুনানি শেষে তার জামিনের আদেশ দেয়। মেঘনার পক্ষে শুনানি করেন আইনজীবী মহসিন রেজা, তাহমীম মহিমা বাঁধন ও সাদমান সাকিব। শুনানি শেষে ‘নারী বিবেচনায়’ আদালত তার জামিন মঞ্জুর করেন বলে জানিয়েছেন আদালতে ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আবুল বাশার। খবর বিডিনিউজের।

মেঘনার আইনজীবী তাহমীম মহিমা বাঁধন বলেন, মেঘনার ৩০ দিনের আটকাদেশ বাতিল হয়েছে। ধানমন্ডি থানার মামলায় জামিননামা জমা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তার কারামুক্তিতে কোনো বাধা নেই।

পূর্ববর্তী নিবন্ধঅয়েল ট্যাংকারের ইনচার্জ ড্রাইভার হত্যায় গ্রেপ্তার ১৪
পরবর্তী নিবন্ধহাবিব স্টিল লিমিটেডের চেয়ারম্যান ও এমডির এক বছরের কারাদণ্ড