প্রতারক সুন্দর সময়গুলো আমি ভুলে যাব
আমি বরাবর অনুগত আছি আমার শিকড়ে।
যদিও বুকের ক্ষত থেকে অবিরাম ঝরছে রক্ত
আমি তবু বেঁচে থাকবো, আমার কন্যার
অশ্রু থেকে জন্ম নেয়া স্বপ্নের মতোন
শিল্পময় হয়ে ওঠবে প্রত্যুষের কবিতা আমার।
মধু ছন্দে বিভোর মাতাল রাত আমি রেখে দেব
আমার কবিতা আর তার শব্দে, ধ্বনিতে ধ্বনিতে
ঘুমের সুঘ্রাণ থেকে মৃত্যু পর্যন্ত এই জীবনে।
তোমাদের কর্ণকুহর বিশোধিত
করবে না কবিতা আমার
অশ্রুত শব্দই রচনা করবে পঙক্তি
বহমান ফল্গুস্রোতের নদী বইবে নিরবধি।