প্রতারক ম্যানেজার এখন কারাগারে

৪০ লাখ টাকা আত্মসাৎ

আজাদী অনলাইন | সোমবার , ২৩ নভেম্বর, ২০২০ at ৮:৪৮ অপরাহ্ণ

নগরীর ইপিজেড এলাকার কম্পিউটার ওয়ার্ল্ড নামের একটি আইটি প্রতিষ্ঠানের ৪০ লক্ষ টাকা আত্মসাতের ঘটনায় সেই প্রতারক কর্মচারী মো. জসিম উদ্দিনকে জেলহাজতে পাঠিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৫ম আদালত। গতকাল সোমবার আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে আদালতের ভারপ্রাপ্ত বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফিউদ্দিন জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ৯ নভেম্বর পিবিআই’র (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত। জসিম উদ্দিন লক্ষীপুর জেলার মৃত হাতেম আলী খানের ছেলে। তার বিরুদ্ধে আদালতে ৪০৮, ৪২০ ও ৫০৬ ধারায় অভিযোগ করা হয়।
জানা যায়, নগরীর ইপিজেড এলাকার আইটি প্রতিষ্ঠান কম্পিউটার ওয়ার্ল্ড ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন জসিম উদ্দিন। প্রতিষ্ঠানের মালিক প্রবাসী হওয়ার কারণে মালিকের অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে প্রতারনার আশ্রয় নিয়ে প্রতিষ্ঠানের প্রায় ৬৩ লাখ টাকা আত্মসাৎ করে। পাশাপাশি ইপিজেড এলাকাতেই কম্পিউটার ডিবিআইটি ভিলেজ ও ফাহাদ ইলেকট্রনিক নামে নিজেই দুটি প্রতিষ্ঠান খুলে বসে। পরে অর্থ আত্মসাতের ঘটনাটি জানাজানি হলে আদালতের শরণাপন্ন হন কম্পিউটার ওয়ার্ল্ডের মালিকের পক্ষে তাঁর বড়ভাই মো. সামশুদ্দিন। পরে আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) দায়িত্ব দেন। দীর্ঘ তদন্তের পর পিবিআই তার বিরুদ্ধে ৩৯ লক্ষ ২০ হাজার ৫২৯ টাকা আত্মসাতের প্রমাণ পেয়ে আদালতে প্রতিবেদন জমা দেন। এরপর গত ৯ নভেম্বর ধার্য তারিখে পিবিআই’র প্রতিবেদন গ্রহণ করে আদালত প্রতারক আসামী জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গতকাল সোমবার আত্মসমর্পন করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন প্রতারক জসিম। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামি পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট সৈয়দ মোক্তার হোসেন, অ্যাডভোকেট জিয়া উদ্দিন, অ্যাডভোকেট হাবিবুর রহমান। বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট কানু রাম শর্মা।

পূর্ববর্তী নিবন্ধচবিতে রাত সাড়ে ৮টার পর দোকানপাট বন্ধের নির্দেশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বাড়ছে করোনা রোগী