প্রণোদনা বন্ধে পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হবে : আনিসুল ইসলাম

| সোমবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:০৬ পূর্বাহ্ণ

ইনসেনটিভ (প্রণোদনা) বন্ধের সিদ্ধান্তে পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ। তিনি এ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আগামী জুন মাস পর্যন্ত রহিত করার অনুরোধ জানান। খবর বাংলানিউজের।

গতকাল রোববার দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, গত ৩০ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে। পোশাকশিল্পের ইনসেনটিভ তারা বন্ধ করেছে (কমিয়েছে)। এই পোশাকশিল্প আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান চালিকাশক্তি। বর্তমানে যেখানে আমাদের ডলার সংকট এবং রপ্তানি আয়ের ওপর চাপ পড়েছে, সেই মুহূর্তে এই সার্কুলারটি আমি মনে করি আমাদের অর্থনীতির জন্য ক্ষতিকারক হবে।

পূর্ববর্তী নিবন্ধসংবাদপত্র শিল্পের জন্য শুল্ক ও কর ছাড় চায় নোয়াব
পরবর্তী নিবন্ধমিয়ানমার সীমান্তে গোলাগুলি নিয়ে চীনের হস্তক্ষেপ চেয়েছি : কাদের