রাউজান উরকিরচর পূর্ব আবুরখীল তালুকদার পাড়ায় শান্তিময় বিহারে প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের উদ্যোগে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়েছে। স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক রতন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ ভিক্ষু। কর্মসূচিতে ছিল বুদ্ধ পূজা,পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা।
সংগঠনের প্রচার সম্পাদক প্রকৌশলী হীরো বড়ুয়া বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি রুপতি রঞ্জন বড়ুয়া, সলিল বিকাশ বড়ুয়া, পিকলু বড়ুয়া, বীরু বড়ুয়া, রাজু বড়ুয়া,পুলক বড়ুয়া, ইমন বড়ুয়া,বিজয় বড়ুয়া ননা,শৈশব বড়ুয়া সাগর প্রমুখ।