প্রজনন স্বাস্থ্যসেবা ও জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

| সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫২ পূর্বাহ্ণ

বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা পরিচালিত গৃহভিত্তিক গার্মেন্টস নারী শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার, প্রজনন স্বাস্থ্যসেবা এবং জীবন দক্ষতা বিষয়ক ২দিনব্যাপী প্রশিক্ষণ সম্প্রতি হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনের কার্যক্রম পরিদর্শন করেন আইএলওবেটারওয়ার্ক প্রজেক্টের সিনিয়র ট্রেণিং অফিসার আফসানা চৌধুরী। উপস্থিত ছিলেন মমতার সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, উপপরিচালক আহমদ ইউসুফ হারুন, প্রজেক্ট ম্যানেজার রুমী বড়ুয়া, প্রকল্প সমন্বয়কারী তওফিক আহমেদ চৌধুরী প্রমুখ। প্রশিক্ষণে মানবাধিকার ও শিশু অধিকার, পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য, শৈশব ও বয়:সন্ধিকাল, আরটিআই, এইচআইভি ও তা কীভাবে ছড়ায়, সামাজিক অপবাধ ও বৈষম্য নিরসন জীবনদক্ষতার আলোকে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা সমাধানসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। গৃহভিত্তিক গার্মেন্টস নারী শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়ন নিশ্চিতকরণে মমতা ইউরোপিয়ান ইউনিয়ন ও অক্সফামের আর্থিক ও কারিগরী সহায়তা চসিকের ১৬টি ওয়ার্ডে এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদীঘিনালায় পাহাড় কাটায় দেড় লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অব মিয়াবুশ ও খুলশী সেন্ট্রালের নতুন কর্মসূচি