চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নুরুল্লাহ নুরীর সহধর্মিণী সানজিদা হোসেনের শোক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে সভায় সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরী বলেন, সরকারী উর্ধ্বতন কর্মকর্তা নুরুল্লাহ নূরীর সহধর্মিণী বেগম সানজিদা হোসেন গত বৃহস্পতিবার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৪২ বছর বয়সে মৃত্যুবরণ করায় পরিবারের সদস্যদের এবং এলাকাবাসীদেরকে শোকের সাগরে ভাসিয়ে সমাজের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। তাঁর মৃত্যুতে তিনি গভীর শোক ও সমবেদনা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাফেজ মুহাম্মদ কামালুদ্দিন, মোহাম্মদ লাল মিয়া, জেবল হক, নাছিমা বেগম, প্রণতি ভট্টাচার্য, অহনা দাশগুপ্ত, মনির হোসেন, জেসমিন আক্তার, ছবি দত্ত ও সাকি আক্তার প্রমুখ।
সভা শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নুরুল্লাহ নূরীর শোকসন্তপ্ত পরিবারবর্গের বিপদমুক্তি এবং মরহুমার রূহের মাগফিরাতের জন্য মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা সানাউল্লাহ নূরী। প্রেস বিজ্ঞপ্তি।