আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে গতকাল বিকেল চারটায় প্রগতিশীল নাগরিক সমাজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের উত্তর কাট্টলীস্থ আবাসিক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় হায়দার আলী চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যা কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়া বাংলাদেশকে পরমাণু বিশ্বে সামিল করতে অমানুষিক পরিশ্রম করে গেছেন। তিনি ছিলেন গোটা জাতির জন্য আশির্বাদ স্বরূপ। তিনি আমাদের অহংকার।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মো. ইসহাক, বিপ্লব চন্দ্র বণিক, মোহাম্মদ রিপন, স্মৃতি দাশ, মুছা সওদাগর, তাপস দাশ, যুবরাজ দাশ, মোহাম্মদ আরিফ, সঞ্জয় দাশ, রোজী আক্তার, মোহাম্মদ ইদ্রিস ও মোহাম্মদ রবিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।