প্রক্সি দিতে এসে আটক ভুয়া পরীক্ষার্থী

আজাদী প্রতিবেদন | শনিবার , ৪ মে, ২০২৪ at ১০:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদে প্রক্সি (অন্যের হয়ে পরীক্ষা) দিতে আসা এক যুবককে আটক করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গতকাল সকালে নগরীর ওমরগণি এমইএস কলেজে নিয়োগ পরীক্ষার কেন্দ্র থেকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয় বলে জানা গেছে। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আটক আবদুর রউফ মিয়া (২৮) গাইবান্ধা সদর উপজেলার রুপার বাজার এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।

কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত বলেন, ওমরগণি এমইএস কলেজ কেন্দ্রে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা চলছিল। জুয়েল মল্লিক নামে একজন প্রার্থীর হয়ে পরীক্ষায় বসেছিলেন আবদুর রউফ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা হলে গিয়ে তার প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র যাচাই করি। তথ্যে গরমিল পাওয়ায় তাকে আটক করা হয়। পরে সে স্বীকার করে, পরিচিত জুয়েল মল্লিকের হয়ে সে পরীক্ষা দিচ্ছিল। তবে টাকাপয়সার বিনিময়ে নাকি শুধুমাত্র পরিচিতি হওয়ায় সে প্রক্সি দিচ্ছিল সেটি জানায়নি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় অগ্নিঝুঁকিতে মার্কেট ও আবাসিক ভবন
পরবর্তী নিবন্ধহিমাগারের অভাব, জমিতে নষ্ট হচ্ছে টমেটো