মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য ও অনারারী প্রজেক্ট ডিরেক্টর, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী এম আলী আশরাফ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত কয়েকদিন যাবৎ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে গতকাল ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
তার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া করার জন্য সিএমওএসএইচ ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, মেম্বার সেক্রেটারী মো. রেজাউল করিম আজাদ, মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন ও জেনারেল সেক্রেটারী ডা. আঞ্জুমান আরা ইসলাম দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।