সন্দ্বীপ থেকে ২০২২ সালে মাধ্যমিক পর্যায়ে জিপিএ ৫ প্রাপ্ত ২০৮ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত শুক্রবার সন্দ্বীপের মুছাপুর ৮নং ওয়ার্ড হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড তাহের–মনজুর কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
মগধরা স্কুল এন্ড কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী দেলোয়ার হোসেন সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সন্দ্বীপ ভাষা শুদ্ধাচার সংস্থার আহ্বায়ক ইঞ্জিনিয়ার তামজিদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এম. শফিকুল আলম, তাহের আহমেদ চৌধুরী, অধ্যাপক ড. প্রসান্ত কুমার ব্যানার্জি, মুহাম্মদ আলমগীর, নুরুল ইসলাম বাহার, আনওয়ারুল আলম মঞ্জু, অ্যাডভোকেট মুহাম্মদ সলিমুল্লাহ, আ.ফ.ম ফোরকান উদ্দিন খান, কাজী জিয়া উদ্দিন সোহেল, শিক্ষক বিষ্ণু পদ রায়, শিক্ষক এ কে ফজলুল করিম, শিক্ষক বিকাশ চন্দ্র শাহা, মাস্টার ছায়েদ উল্যাহ, মাস্টার রিদওয়ানুল বারী, ইলিয়াছ সুমন, আলমগীর হোসেন আলীম, আইনজীবী সাইফুর রহমান খান, নজরুল নাইম, আবদুর রহমান ইমন প্রমুখ। উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ দিদারুল আলম, শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, মুহাম্মদ দেলোয়ার হোসাইন, মুহাম্মদ সোলাইমান মেহেদী হাসান, কাজী পারভেজুর রহমান, শিক্ষক শান্তি লাল মজুমদার, শিক্ষক মুহাম্মাদ আলমগীর, পুস্পেন্দু মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা কৃতিত্ব অর্জনের মধ্য দিয়ে সংবর্ধনা নেওয়া নতুন প্রজন্মরা আগামীতে সন্দ্বীপকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। প্রেস বিজ্ঞপ্তি।












