প্রকৃতি মাঝে হারাতে যে
নেই তো কোনো দোষ
মানুষ মাঝে হিংসা যত
হরেক রকম রোষ,
হারিয়ে যাবো দূর বনেতে
জনমানবহীন
মন মাঝেতে বাজবে তোমার
খুশির মোহনবীণ
টুপিটাকে সালাম করে
মাথায় মারো লাথি
অন্তরাত্মা কেঁপে ওঠে
ফাটে গো মোর ছাতি।
নাইবা ভালো বাসলে আমায়
নাইবা দিলে মান
মনটা যদি না চায় তবু
বিষিয়ে দিওনা প্রাণ।
নির্বাসিত দুঃখ এখন
শ্মশান ঘাটের দোরে
বেচে দিয়েছি স্বপ্নগুলো
ভাঙাহাটের মোড়ে।