প্রকৃতি কর্ণফুলী সংখ্যার প্রকাশনা উৎসব

| সোমবার , ১৪ নভেম্বর, ২০২২ at ৮:৩৫ পূর্বাহ্ণ

প্রকৃতি কর্ণফুলী সংখ্যার প্রকাশনা উৎসব উপলক্ষে গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ‘প্রকৃতি সুহৃদ সম্মামনা-২০২২’ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকৃতির সম্পাদক মুশফিক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন। ড. সেলিম বলেন, পৃথিবী সৃষ্টির পর থেকে প্রকৃতির সাথে আমাদের নিবিড় সম্পর্ক। কিন্ত নিজেদের জীবন যাত্রার মান উন্নত করতে গিয়ে এই প্রকৃতির উপর আমরা প্রতিনিয়ত অত্যাচার করে যাচ্ছি। যার ফলে আমাদের প্রকৃতির বিভিন্ন বিরুপ প্রভাব যেমন- ঘূর্ণিঝড়, ভূমিকম্প, সুনামি, জলোচ্ছাস ইত্যাদির মত বড় বড় বিপদ মোকাবিলা করতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বে প্রায় ২০০ কোটি মানুষ বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে আরো ২০০ কোটি মানুষ পানি সৃষ্ট বিভিন্ন চাপে আছে। আর বাংলাদেশে প্রায় ১৮ লক্ষ মানুষ সুপেয় পানি পান করতে পারে না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যুগ্ম সচিব মো. জাফর আলম, বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ড. সাজিদ হোসেন এবং প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আবদুল আলিম। অনুষ্ঠানে প্রফেসর মোহাম্মদ মুজিবুল চৌধুরীকে প্রকৃতি সুহৃদ সম্মামনা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি ৯৯ বন্ধু চট্টগ্রাম বিভাগের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধডায়াবেটিস নিয়ে সচেতন করতে হবে তরুণ প্রজন্মকে