প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

| শনিবার , ৩১ আগস্ট, ২০২৪ at ৫:১৫ পূর্বাহ্ণ

গত ২৯ আগস্ট বৃহস্পতিবার দৈনিক আজাদীর প্রথম পাতায় ‘মীরসরাইয়ে বিএনপির দু’গ্রুপের হামলা পাল্টা হামলায় আহত ২০’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বারইয়াহাট পৌর বিএনপির সভাপতি দিদারুল আলম মিয়াজী। তিনি জানান, উক্ত ঘটনার সূত্রপাত হয়েছে কতিপয় বিএনপি নামধারী চাঁদাবাজ বারইয়াহাট এলাকায় চাঁদা তুলতে যাওয়ার ঘটনাকে ঘিরে। আমার ছোটভাই এর প্রতিবাদ করায় তারা তাকে নির্মমভাবে কুপিয়েছে। তিনি দাবি করেন, উক্ত হামলাকারীরা বিএনপির প্রকৃত নেতাকর্মী নয়, তারা আওয়ামী লীগের বিভিন্ন সময়ের সুবিধাভোগী ব্যক্তিবর্গ। এখানে আধিপত্য বিস্তারের বিষয়টি নিউজে আসা সমীচীন ছিল না।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধ৪৬০ টাকায় কেনা দেশি মুরগি বিক্রি ৫৫০ টাকা