দৈনিক আজাদীতে গত ৯ এপ্রিল ১ পাতায় ‘বিদ্যুতের আসা–যাওয়া– সঞ্চালন লাইন ও ট্রান্সফর্মারে ত্রুটি, গ্রাহকের দুর্ভোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে প্রতিবেদন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিতরণ দক্ষিণাঞ্চল, চট্টগ্রাম।
এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেবপাহাড় এলাকায় ৬ এপ্রিল রাত ১টা হইতে পরের দিন দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার খবরটি সত্য নয়। উপকেন্দ্র ও অভিযোগ কেন্দ্রের রেকর্ড অনুযায়ী ওই সময়ের মধ্যে ফিডারে বিদ্যুৎ চালু ছিল এবং উক্ত স্থানে ট্রান্সফরমারের অধীনে বিদ্যুৎ সরবরাহ সচল ছিল। সরেজমিনে গ্রাহক আঙিনা পরিদর্শন করে দেখা যায়, উক্ত সমস্যাটি ছিলো গ্রাহকের সার্ভিস তার নষ্ট হওয়ায় বিদ্যুৎ না থাকা সংক্রান্ত, গ্রাহকের সার্ভিস তারের সমস্যা হওয়ায় ১৫টি প্রি–পেইড মিটারের মধ্যে ৩টি মিটারে বিদ্যুৎ ছিল না। অভিযোগ করার ১ ঘন্টা ৩৭ মিনিট পর দুপুর ১টা ২০ মিনিটে মোবাইল টিম কাজটি সম্পন্ন করে দেয়।