প্যাসিফিক জিন্স গ্রুপের প্রতিষ্ঠাতা মো. নাছির উদ্দিনকে মৃত্যুবাষির্কীতে স্মরণ

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের অন্যতম দিকপাল, প্যাসিফিক জিন্স গ্রুপের প্রতিষ্ঠাতা মো. নাছির উদ্দিনের ২য় মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। এ উপলক্ষে মরহুমের স্মরণে বিভিন্ন সংগঠন মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করে। সলিমপুরস্থ মরহুমের কবরে বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া নগরীর নেভী কনভেনশন হলে সন্ধ্যায় মেজবানের আয়োজন করেন। ২০২২ সালে ২৮ ফেব্রুয়ারি থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বেপজিয়া নাছির উদ্দিনের স্মরণে ইপিজেড কেন্দ্রীয় জামে মসজিদে গতকাল বাদে জোহর মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করে।

মরহুম নাছির উদ্দিন জীবদ্দশায় মর্যাদাপূর্ণ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার২০২০, টানা ৭টি স্বর্ণপদকসহ মোট ২৪টি জাতীয় রপ্তানিকারক পুরস্কার, ৩বার এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও ১বার সেরা ব্যবসায়ী পুরস্কার পেয়েছেন তিনি। বাংলাদেশের তৈরি পোশাক তিনি বিশ্বের দরবারে তুলে ধরেছেন। বর্তমানে প্যাসিফিক জিনস গ্রপের ব্যবসা সামলাচ্ছেন তাঁর তিন সন্তান সৈয়দ মোহাম্মদ তানভীর, সৈয়দ মোহাম্মদ তানসীর ও সৈয়দ মোহাম্মদ তাহমীর।

পূর্ববর্তী নিবন্ধ‘ব্যক্তিত্বে সৃষ্টিতে চট্টগ্রাম’ গ্রন্থ সমাজকে আলোর পথ দেখাবে
পরবর্তী নিবন্ধঢাকা মেডিকেলের শিক্ষার্থীদের নোবেল দেওয়া উচিত : স্বাস্থ্যমন্ত্রী