ফুটবল ও রাগবি দিয়ে প্যারিস অলিম্পিক গেমসের পদকের লড়াই শুরু হয়েছে গত বুধবার। তবে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়ানুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। এবারের গেমসে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ৫ ক্রীড়াবিদ। এর মধ্যে কেবল আরচার সাগর ইসলাম প্যারিসে গেছেন যোগ্যতা অর্জন করে। বাকি চারজন গেমসে অংশ নেবেন আইওসি’র ওয়াইল্ডকার্ড নিয়ে। অলিম্পিক গেমসে বাংলাদেশের ক্রীড়াবিদদের অংশ নেওয়া শুধুই আনুষ্ঠানিকতা। যেখানে এশিয়ান পর্যায়েই বাংলাদেশের ক্রীড়াবিদরা খাবি খান, সেখানে অলিম্পিকের মতো ‘মহাসাগরে’ কোনো লক্ষ্য না থাকাই স্বাভাবিক। নিয়মরক্ষার এই অংশ নেওয়া চলে আসছে ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক থেকে। দীর্ঘ এই সময়ে বাংলাদেশের সাফল্য বলতে কিছুই নেই। এ নিয়ে তিন আসরে বাংলাদেশের তিনজন ক্রীড়াবিদ কোটা রপ্লসের (যোগ্যতা অর্জন) মাধ্যমে অংশ নিতে পেরেছেন, সেটাই তৃপ্তির। ২০১৬ সালে রিও অলিম্পিকে গলফার সিদ্দিকুর রহমান বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে অংশ নিয়েছিলেন কোয়ালিফাই করে। ২০২০ সালে টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করে অংশ নিয়েছিলেন আরচার রোমান সানা। এবার প্যারিস অলিম্পিকে তৃতীয় ক্রীড়াবিদ হিসেবে এ যোগ্যতায় খেলবেন আরচার সাগর ইসলাম। গতকাল বৃহস্পতিবার আরচারি দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের অলিম্পিক। সাগর ইসলাম অংশ নেন রিকার্ভ এককের র্যাংকিং রাউন্ডে। শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে অংশ নেবেন রবিউল ইসলাম। তার ইভেন্ট ২৮ জুলাই। সাঁতারু সামিউল ইসলাম রাফি পুলে নামবেন ৩০ জুলাই। তিনি অংশ নেবেন ১০০ মিটার ফ্রিস্টাইলের বাছাইয়ে। আরেক সাঁতারু সোনিয়া খাতুন ৩ আগস্ট খেলবেন ৫০ মিটার ফ্রিস্টাইল বাছাইয়ে। দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ১০০ মিটার স্প্রিন্টে অংশ নেবেন ৪ আগস্ট।












