প্যারিসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

| শনিবার , ২৪ ডিসেম্বর, ২০২২ at ৭:৪৮ পূর্বাহ্ণ

ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও আরও তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলাকারী একটি কুর্দি কমিউনিট সেন্টার ও একটি রেস্তোরাঁ লক্ষ্য করে গুলি ছোড়েন। এ ঘটনায় জাতিগত বিদ্বেষের কোনো যোগ আছে কিনা, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন কৌঁসুলিরা। খবর বিডিনিউজের।
গতকার শুক্রবার সকালে এ গুলির ঘটনার পরপরই ৬৯ বছর বয়সী একজনকে আটক করেছে পুলিশ। সন্দেহভাজন ওই ব্যক্তি বছরখানেক আগে প্যারিসে এক শরণার্থী শিবিরে তলোয়ার নিয়ে হামলা চালিয়েছিলেন। নিরাপত্তা হেফাজত থেকে তিনি সমপ্রতিই ছাড়া পেয়েছেন বলেও জানা গেছে। ঘটনাস্থলটি গা দ্যলেস্ট স্টেশন থেকে খুব দূরে নয় বলে জানিয়েছে বিবিসি। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় মেয়র অ্যালেকসন্দ্রা কর্দেবার বলেছেন, গুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিও আহত হয়েছেন। মোট তিনটি স্থানে গুলি চলে। কুর্দি কমিউনিটি সেন্টার, একটি রেস্তোঁরা ও একটি সেলুন। গুলিতে সেলুনের ভেতরের দুইজন আহত হয়েছেন। গ্রেপ্তার বন্দুকধারী ফরাসি নাগরিক বলে জানিয়েছে কয়েকটি স্থানীয় সংবাদ মাধ্যম।
এটা ছিল চরম আতঙ্কের। আমরা ভেতর থেকে নিজেদের আটকে রেখেছিলাম বলেছেন কাছাকাছি এক দোকানদার। পুলিশ আটক করার সময় ওই সন্দেহভাজন বাধা দেননি। পুলিশ তার বন্দুকটিও জব্ধ করেছে।

পূর্ববর্তী নিবন্ধমেঘের রাজ্য সাজেকের সব কটেজে শতভাগ বুকিং
পরবর্তী নিবন্ধসাজেকে জিপ-বাইক মুখোমুখি সংঘর্ষ পর্যটক নিহত