বাঁশখালী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের বর্ধিত সভা গত মঙ্গলবার পৌরসদরের গ্রীণপার্ক কনভেনশন হলরুমে অধ্যাপক আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নীলকন্ঠ দাশ। সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন মনসুর। বক্তব্য রাখেন জাফর আহমদ, অ্যাড. মুজিবুল হক চৌধুরী, দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান, মহিউদ্দিন চৌধুরী, পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, সরোয়ার কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, সরল চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চাম্বল চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ি চেয়ারম্যান কফিল উদ্দিন, রিয়াজুদ্দিন চৌধুরী সুমন প্রমুখ। একইসাথে আগামী ১৬ জানুয়ারি নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করতে মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান নেতারা। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এড. তোফাইল বিন হোছাইন বলেন, আমার জীবনের বড় প্রাপ্তি নৌকা প্রতীক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আবু ছৈয়দ, আব্দুল জলিল, ডা. ফররুখ আহমদ, সাবেক পৌরমেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, খানখানাবাদ চেয়ারম্যান বদরুদ্দিন চৌধুরী, শেখেরখীল চেয়ারম্যান মো. ইয়াছিন তালুকদার, জমসেদ সওদাগর, তপন দাশগুপ্ত, মোস্তাক আলী টিপু, শামসুল আলম মাস্টার, শাহদাত ফারুক, মাস্টার রহমত উল্লাহ, জয়নাল আবেদীন, মনসুর আলী, তবারক হোসেন নেয়ামু, ইমরানুল হক, ফয়সাল জামিল সাকি প্রমুখ।