এক নারী সাংবাদিককে বিবস্ত্র করে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বোয়ালখালী পৌরসভার কাউন্সিলর নাছের আলীর বিরুদ্ধে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে বোয়ালখালী পৌরসভা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সাংবাদিক। ভুক্তভোগী এ সাংবাদিকের নাম কাজী আয়েশা ফারজানা। তিনি কালের কণ্ঠের বোয়ালখালী প্রতিনিধি।
জিডিতে উল্লেখ করা হয়, ওই সাংবাদিক গতকাল সকালে পেশাগত কাজে বোয়ালখালী পৌরসভায় যান। এ সময় ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর নাছের আলী তাকে দেখে কটূক্তি করেন। পাশাপাশি পৌরসভা নিয়ে কোনো সংবাদ প্রকাশ করলে বিবস্ত্র করে মারধর এবং হত্যার হুমকি দেন।
ভুক্তভোগী সাংবাদিক বলেন, হঠাৎ তার এমন আচরণে আমি হতভম্ব হয়ে যাই। একজন পৌর কাউন্সিলরের এমন আচরণ ভাষায় প্রকাশ করতে পারব না। বিষয়টি তাৎক্ষণিক পৌরসভার মেয়রকে জানাই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা চালানো হয়। পরে জীবনের নিরাপত্তা চেয়ে বোয়ালখালী থানায় জিডি করেছি।
অভিযুক্ত কাউন্সিলর নাছের আলী বলেন, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। ঘটনাটি সেখানেই মিটমাট হয়ে গেছে। এর বাইরে অন্য কিছু নয়।
পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ও মীমাংসিত ঘটনা।
বোয়ালখালী থানার ওসি মো. আবদুর রাজ্জাক বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।