বোয়ালখালী পৌরসভার ২য় তলার রেলিং ভেঙে নিচে পড়ে রুজি আকতার (৩২) নামে একজন নারী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে পৌরসভা কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত নারী উপজেলার কধুরখীল ইউনিয়ন ১নং ওয়ার্ডের আব্দুল মাঝির বাড়ির মো. ইসকান্দরের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা বলেন, তিনি হয়ত কোন কাজে উপরে উঠেছেন। রেলিংয়ের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাবেয়া খাতুন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
জানা গেছে, আহত নারীকে পৌর প্রশাসকের পক্ষ থেকে ১৩ হাজারসহ আশপাশের দোকান থেকে আরও কয়েক হাজার টাকা তুলে সহায়তা প্রদান করেন পৌরসভার কর্মকর্তারা।