আন্দোলনরত পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট চিকিৎসকদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ গতকাল রোববার এ তথ্য জানান। তিনি বলেন, তাদের দাবির প্রেক্ষিতে ভাতা আরও ৫ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তাদের ভাতা বাড়াতে মাননীয় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশিদ বলেন, গত বুধবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে এ বিষয়ে একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। আজ কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। বেসরকারি রেসিডেন্ট ও নন–রেসিডেন্ট পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল শিক্ষার্থীদের ভাতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২৫ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। খবর বিডিনিউজের।
মাসিক ভাতা ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা এবং প্রাপ্য ভাতা নিয়মিত দেওয়ার দাবিতে গত ৮ জুলাই থেকে কাজ বন্ধ রেখে আন্দোলন করে আসছিলেন বিএসএমএমইউ এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।