পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন চমেক শাখার ইফতার মাহফিল

| বুধবার , ১৯ মার্চ, ২০২৫ at ৪:৪৭ পূর্বাহ্ণ

পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউ একাডেমিক ভবনে ১২০০এরও বেশি পোস্ট গ্র্যাজুয়েট ডাক্তারের এই ইফতারে সভাপতিত্ব করেন ডা. তানভীর হাবিব। সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. মোনাইম ফরহাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. তসলিম উদ্দিন।

সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিএমডিসি সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসীম উদ্দিন, উপাধ্যক্ষ ডা. মো. আব্দুর রব, ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. তমিজউদ্দিন, ড্যাব মহানগর শাখার সভাপতি ডা. আব্বাস উদ্দিন, ড্যাব চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, ড্যাব মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম, ড্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, এনডিএফ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক ডা. খায়রুল আনোয়ার, সাধারণ সম্পাদক ডা. আবু নাছের, এনডিএফ চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. এসএম কামরুল হক, সহসভাপতি ডা. মো. সেলিম, ডা. ঈসা চোধুরী, ডা. সারোয়ার আলম, ডা. ইমরোজ উদ্দীন।

এতে আরও বক্তব্য রাখেন ডা. সায়েফ উদ্দিন, ডা. দিদার, ডা. আসিফ, ডা. নুরুল ইসলাম। মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মাজেদ সুলতান, ডা. রিফাত কামাল, ডা. ইমরান, ডা. এজাজ, ডা. মাহমুদ, ডা. স্বপন, ডা. মিজান, ডা. রিজভী, ডা. ইয়াসির, ডা. তাশদীদ আনান, ডা. রোবায়েত, ডা. জহির শাহ, ডা. রাকেশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল্লাহর দেয়া বিধানে মানবতার মুক্তি নিহিত
পরবর্তী নিবন্ধপবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড