পোশাক শিল্পে মাহাবুব আলীর অবদান স্মরণীয় হয়ে থাকবে

বিজিএমইএর দোয়া মাহফিল

| সোমবার , ২৭ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

বিজিএমইএর উদ্যোগে প্রাক্তন ১ম সহ-সভাপতি মরহুম মাহাবুব আলীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল খুলশীর বিজিএমইএ ভবনে গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক তানভীর হাবিব, পরিচালক এ.এম. শফিউল করিম, এম. এহসানুল হক, প্রাক্তন ১ম সহ-সভাপতি মঈনউদ্দিন আহমেদ (মিন্টু), প্রাক্তন পরিচালক এস.এম. সাজেদুল ইসলাম, আ.ন.ম. সাইফুদ্দিন, হাসানুজ্জামান চৌধুরী, সাইফ উল্ল্যাহ মনসুর, মোহাম্মদ আতিক সহ পোশাক শিল্পের মালিকবৃন্দ ও বিজিএমইএর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের পোশাক শিল্পের বিকাশ ও অগ্রযাত্রায় মরহুম মাহাবুব আলী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মাহাবুব আলী একজন পরোপকারী মহৎ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি বলেন, বিজিএমইএ কে একটি দৃঢ় সাংগঠনিক ভিত্তি প্রদানে মরহুমের চৌকষ দক্ষতা ও বিচক্ষনতা স্মরণীয় হয়ে আছে।বিজিএমইএর ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আবদুল হালিম দোভাষের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাকিবুল আলম চৌধুরী, তানভীর হাবিব, মঈনউদ্দিন আহমেদ (মিন্টু), এস.এম. সাজেদুল ইসলাম, আ.ন.ম. সাইফুদ্দিন, সাইফ উল্ল্যাহ মনসুর, মোহাম্মদ আবদুল আজিজ চৌধুরী প্রমুখ। শেষে মরহুম মাহাবুব আলী সহ পোশাক শিল্পের প্রয়াত মালিক ও শ্রমিক কর্মচারীগণের রুহের মাগফেরাত কামনা ও করোনা ভাইরাস থেকে মুক্তির জন্যে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইসিএবি-সিআরসির প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধদ্রব্যমূল্য সিন্ডিকেটের নিকট জিম্মি সাধারণ জনগণ : সুজন