পোর্ট সিটি ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন ও টেকনোলজি বিভাগের উদ্যোগে ‘সাসটেইনেবল ফ্যাশন: ট্রান্সফরমিং ওয়েস্ট টু ফ্যাশন থ্রু ডেনিম ওয়াশিং টেকনিঙ’ বিষয়ক এক কর্মশালা গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। মূলত পরিবেশবান্ধব ফ্যাশন চর্চার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ এবং সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে ওয়ার্কশপ কন্ডাক্টর ছিলেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটির প্রফেসর রাজীব দাস। প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. মো. নূরল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ। বিভাগীয় চেয়ারম্যান আশরাফুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিষ্ট্রার, প্রক্টরসহ বিভাগের সকল শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।