পোর্ট সিটি ভার্সিটির পুরকৌশল বিভাগের সার্ভেয়িং ক্যাম্পেইন

| শুক্রবার , ২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৪৮ পূর্বাহ্ণ

পুরকৌশল বিদ্যায় পেশাগত দক্ষতা বৃদ্ধির এবং আধুনিক জরিপ পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রশিক্ষিত করতে পোর্ট সিটি ইউনিভার্সিটির ‘প্রাক্টিক্যাল সার্ভেয়িং ক্যাম্পেইন স্প্রিং’ শেষ হয়েছে।

গত ২৪ জানুয়ারি শুরু হওয়া ১০ দিনব্যাপী এই ক্যাম্পেইন উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল আনোয়ার। বিভাগীয় সভাপতি মো.জাহেদুল আলম এবং অন্যান্য শিক্ষকদের তত্বাবধানে প্রাকটিক্যাল সার্ভেয়িং ক্যাম্পেইনে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৭,২৮,২৯ ও ৩০ তম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। ক্যাম্পেইনে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সহ চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে মাঠ জরিপ কাজ পরিচালনা করেছে শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ
পরবর্তী নিবন্ধসাংবাদিক মামুন আব্দুল্লাহ সীতাকুণ্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি