পোর্ট সিটি ভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের চট্টগ্রাম আদালত পরিদর্শন

| মঙ্গলবার , ১১ জুন, ২০২৪ at ৮:২২ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটির (পিসিআইইউ) আইন বিভাগের শিক্ষার্থীরা চট্টগ্রাম আদালত পরিদর্শন করেন। গত ৫ জুন প্র্যাক্টিকাল সেশন ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য এই পরিদর্শনে অংশগ্রহণ করেন বিভাগের ২৪তম ও ২৫তম ব্যাচের ছাত্রছাত্রীরা।এসময় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত, নারী ও শিশু আদালত, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং সাইবার ট্রাইবুনাল সরেজমিন পরিদর্শন করেন শিক্ষার্থীরা। পরিদর্শনকালে সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূইয়া, জেলা লিগ্যাল এইড অফিসার মুহাম্মদ ইব্রাহীম খলিল এবং জেলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আদালতের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ধারণা প্রদান করেন। বিভাগের চেয়ারম্যান জিয়াউল করিম জিয়ার নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন ইউনিভার্সিটি ল’ এলামনাই এসোসিয়েশনের সদস্যগণ। এ ধরনের আদালত পরিদর্শন কর্মসূচি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছে পিসিআইইউ কর্তৃপক্ষ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংক এবং এভারকেয়ার হাসপাতাল ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
পরবর্তী নিবন্ধ‘দ্বিতীয় বিয়ে করায়’ প্রবাসী স্বামীকে ছুরিকাঘাতে খুন