পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠান গত মঙ্গলবার এবং বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. এম মুজিবর রহমান। অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে অতিথিবৃন্দকে বরণ করে নেওয়া হয়। এরপর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে একে একে বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথি বলেন, জ্ঞানের কোন সীমা–পরিসীমা নেই। শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের চিন্তা ও কাজ করতে হবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ বিনির্মাণে অভিভাবকেরা বিশ্ববিদ্যালয়ের প্রতি আস্থা পোষণ করেছেন বলে তিনি অভিভাবকদের বিশেষ ধন্যবাদ জানান। এছাড়া শিক্ষার্থীদের নানাবিধ জ্ঞান অর্জন ও গবেষণা কাজে নিযুক্ত হওয়ার প্রতিও জোর দেন তিনি। সভাপতি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার বলেন, নতুন দিনের আলো আমাদের হাতছানি দিচ্ছে। তোমরাই বাংলাদেশকে এগিয়ে নিবে আরও অনেক অনেক দূর। এছাড়া সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে নিজেদের জ্ঞানের পরিধি বাড়ানোর প্রতি জোর দেন। প্রফেসর মাইনুল হাসান চৌধুরী নবীনদের উদ্দেশ্যে বলেন, হৃষ্টচিত্তে পড়াশোনা করতে হবে। উদার মনে ভাবতে হবে এবং গ্রহণ করার মানসিকতা অর্জন করতে হবে। ভিন্নধর্মী কারো প্রতি বিরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে বরং অন্যের স্বাধীনতা খর্ব না হয়, সে গুণ অর্জন করতে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান। এছাড়া দুইদিনব্যাপী আয়োজনে আরো বক্তব্য রাখেন প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, প্রফেসর ড. মোঃ ফসিউল আলম, ইইই বিভাগের সভাপতি দীপক কুমার চৌধুরী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি জাহেদুল আলম।
উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধানসহ, শিক্ষিক–শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা–কর্মচারীসহ একঝাঁক নবীন শিক্ষার্থী। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।