পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এবং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা একেএম এনামুল হক শামীম এমপি। উপাচার্য অধ্যাপক ড. নূরুল আনোয়ারের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তাহমিনা খাতুন।
প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে পোর্ট সিটি ইউনিভার্সিটি কাজ করছে। স্বল্প ব্যয়ে গুণগত মানের উচ্চশিক্ষা প্রদানের মাধ্যমে চট্টগ্রামের তরুণ শিক্ষার্থীদের মানবসম্পদে পরিণত করার পরিকল্পনা নিয়ে আমরা এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। সে পরিকল্পনা বাস্তবায়ন হওয়ায় বর্তমানে এ বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুণগত শিক্ষা অর্জন করে ভালো মানুষে পরিণত হলে দেশ ও সমাজ উপকৃত হবে। এজন্য শিক্ষকবৃন্দকে অভিভাবকের দায়িত্ব পালনের পাশপাশি আন্তরিক হতে হবে।
বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান তাহমিনা খাতুন বলেন, করোনা মহামারীতে যখন সারাদেশে স্থবিরতা দেখা দিয়েছে তখনো এ বিশ্ববিদ্যালয় অনলাইন প্রযুক্তি কাজে লাগিয়ে পুরোদমে একাডেমিক কার্যক্রম চালিয়ে গেছে। তিনি বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয়ে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এডভাইজার এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. এম. মুজিবুর রহমান বলেন, বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে তরুণদের মানবসম্পদে পরিণত করতে হবে। উপাচার্য বলেন, প্রতিষ্ঠার পর অল্প সময়ের মধ্যেই এই বিশ্ববিদ্যালয় গুনগত মান অর্জনের দিকে এগিয়ে গেছে। এই অগ্রযাত্রায় সহযোগী হওয়ায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।বক্তব্য রাখেন প্রফেসর ড. শাহাদাত হোসেন, ডা. জাহানারা আরজু এবং মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ১৬৭ জন মেধাবী শিক্ষার্থীকে রত্নগর্ভা বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়। এসময় ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।