পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা

| শুক্রবার , ৫ এপ্রিল, ২০২৪ at ৬:৩১ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরল আনোয়ারের সভাপতিত্বে গতকাল বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩০ তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা একেএম এনামুল হক শামীম এমপি উপস্থিত ছিলেন। সভায় সকল প্রোগ্রামের ফল২০২৩ ট্রাইমিস্টার এবং সামার২০২৩ সেমিস্টারের চূড়ান্ত ফলাফল অনুমোদন দেওয়া হয়। সভায় বিভিন্ন বিভাগ থেকে ডিগ্রী সম্পন্ন করা ৬৭০ জন শিক্ষার্থীকে ডিগ্রী প্রদানের সুপারিশ করা হয়। বাংলাদেশ অ্যাক্রিডিটিশন কাউন্সিল এবং বাংলাদেশ মঞ্জুরি কমিশন কর্তৃক প্রবর্তিত বাংলাদেশ ন্যাশনাল কোয়লিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়। সভায় উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং একাডেমিক ও প্রশাসনিক এ্যাডভাইজার অধ্যাপক ড. এম মজিবুর রহমান, মোঃ আলি আজম স্বপন, এহসানূল হক রিজন (পরিচালক, অর্থ), বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, কোঅর্ডিনেটরবৃন্দ, রেজিষ্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, সকল বিভাগীয় চেয়ারম্যান সহ একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসঠিকভাবে যাকাত দিলে এক দশকেই দারিদ্র্য বিমোচন সম্ভব
পরবর্তী নিবন্ধআসামিদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন