পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তঃবিশ্ববিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার। বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগের শিক্ষার্থীরা মোট ৬টি ইভেন্টে অংশ নিচ্ছে এই ক্রীড়া প্রতিযোগিতায়। এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মূল আকর্ষন আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। আউটডোর গেমসের পাশাপাশি ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা, লুডু, কেরামসহ বেশ কয়েকটি ইনডোর ইভেন্টও থাকছে এই আয়োজনে। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ট্রফি, জার্সি এবং ক্রেস্ট প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, স্পোর্টস ফোরামের সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক–শিক্ষার্থী এবং কর্মকর্তা–কর্মচারীবৃন্দ।