পোর্ট সিটি ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীদের জিইএম পরিদর্শন

| রবিবার , ২৫ মে, ২০২৫ at ৮:১৭ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ পতেঙ্গাস্থ জেনারেল ইলেক্ট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (জিইএমসিও) পরিদর্শন করেছে।

ইন্ডাস্ট্রিয়াল পরিদর্শনের অংশ হিসেবে গত ২১ মে বিভাগটির ৩০, ৩১ ও ৩২তম ব্যাচের মোট ৫৩ জন শিক্ষার্থী এই পরিদর্শনে অংশগ্রহণ করেছে। ইলেক্ট্রিক্যাল মেশিন কোর্সের অংশ হিসেবে এই পরিদর্শনে ট্রান্সফরমার সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন ট্রান্সফরমার ডিজাইন, কোর অ্যাসেম্বলি, উইন্ডিং, ইনসুলেশন পদ্ধতি, ট্যাংকিং, অয়েল ফিলিং, টেস্টিং এবং রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করেন শিক্ষার্থীরা।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইইই বিভাগের প্রভাষক সোহাগ মিয়া, রাইসুল ইসমাইল আপন এবং নাফিস ফুয়াদ ওয়াসি। এসময় তাঁরা প্রকৌশলী মাসুদুর রহমান ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাহেদের সাথে ট্রান্সফরমার ডিজাইন, কোর অ্যাসেম্বলি, উইন্ডিং, ইনসুলেশন পদ্ধতি, ট্যাংকিং, অয়েল ফিলিং, টেস্টিং এবং রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া সরাসরি সম্পর্কে আলোচনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ‘জ্বালানি সুবিচারে বাংলাদেশ’ শীর্ষক সেমিনার
পরবর্তী নিবন্ধঈদে আসছে নতুন টাকা, থাকছে না কোনো ব্যক্তির ছবি : গভর্নর