পোর্ট সিটি ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন বিভাগের সেমিনার

| সোমবার , ২০ মে, ২০২৪ at ৮:২৭ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের ‘রোল অফ ফ্যাশন ডিজাইন ডেভেলপমেন্ট ইন গার্মেন্টস ইন্ডাস্ট্রি শীর্ষক এক সেমিনার গত ১৬ মে বিভাগীয় সভাপতি রিজভী আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ার। প্রধান বক্তা ছিলেন রিলায়েন্স ড্রেসেসের প্রজেক্ট হেড মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. এম. মুজিবুর রহমান। প্রধান বক্তা শিক্ষার্থীদের সৃজনশীল মানসিকতা উন্নয়নের লক্ষ্যে প্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমদ, মানবিক, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ডীন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী, ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের কোঅর্ডিনেটর প্রফেসর মো. জসিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে বিনামূল্যে নারীদের সেলাই মেশিন প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের মানববন্ধনের পর অফিসে মিটিং, দুই শিক্ষককে মিলিয়ে দিলেন অন্যরা