পোর্ট সিটি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

| রবিবার , ১৯ মে, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্ণ

উচ্চশিক্ষার স্বপ্নপূরণের অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উ্‌যাপন করেছে পোর্ট সিটি ইউনিভার্সিটি পরিবার। এ উপলক্ষে এক বার্তায় ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এ কে এম এনামুল হক শামীম এমপি এবং ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান তাহমিনা খাতুন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকশিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তাকর্মচারী শুভেচ্ছা জানান। এ উপলক্ষে গত শুক্রবার উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ারের নেতৃত্বে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচি শুরু করেন। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা মেধাবী শিক্ষক নিয়োগ, আধুনিক সিলেবাস অনুসরণ, ল্যাব এবং লাইব্রেরি প্রতিষ্ঠার দিকে জোর দিয়েছি। শিক্ষার আধুনিকায়ন এবং মান নিশ্চিতকরণে কঠোর নজরদারির কারণে পোর্ট সিটি ইউনিভার্সিটি মাত্র ১১ বছরেই অনেক বেশি টেকসই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক ও উৎপাদন খাতে যে ব্যাপক রূপান্তর চলমান তা মোকাবিলা করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয়টি প্রতিবছরই বিভিন্ন কনফারেন্স, প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।

এতে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. এম. মুজিবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, ব্যবসায় অধ্যয়ন অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফসিউল আলম, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, এহসানুল হক রিজন (পরিচালক, অর্থ), রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, প্রক্টর এস এম ওসমান গণি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপানি ও জলাবদ্ধতা নিরসনে বাকলিয়ায় সভা
পরবর্তী নিবন্ধসিআইইউতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কর্মশালা