পোর্ট সিটি ইউনিভার্সিটির ৩৫তম সিন্ডিকেট সভা

| বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ১০:৩০ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটির ৩৫ তম সিন্ডিকেট সভা উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। সভায় একাডেমিক কাউন্সিল কর্তৃক সুপারিশকৃত সকল প্রোগ্রামের সামার ২০২৩ ট্রাইমিস্টারের চূড়ান্ত ফলাফল অনুমোদন এবং বিবিএ, এমবিএ, ফ্যাশন ডিজাইন, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেঙটাইল ইঞ্জিনিয়ারিং, সিএসই, এমসিএসই, ইইই, ইংরেজি (অনার্স), ইংরেজি (মাস্টার্স), এলএলবি, এলএলএম, জার্নালিজম (অনার্স) এবং জার্নালিজম (মাস্টার্স) প্রোগ্রামের মোট ৪১৭ জন শিক্ষার্থীকে ডিগ্রী প্রদানের অনুমোদন দেয়া হয়। এছাড়াও ন্যাচারাল সায়েন্স বিভাগে নব নিযুক্ত ১ জন শিক্ষকের নিয়োগ, দুইটি বিভাগের ৩ জন শিক্ষকের পদোন্নতি, আটটি বিভাগের ৭ জন শিক্ষকের চাকুরি স্থায়ীকরণ করা হয়, ৪ জন শিক্ষকের শিক্ষাছুটি, ১ জন শিক্ষকের শিক্ষাছুটির মেয়াদ বৃদ্ধি এবং ১ জন শিক্ষকের বিশেষ ছুটির অনুমোদন দেয়া হয়।

সামার সেমিস্টারে মোট ৭৫১ জন শিক্ষার্থীকে মুত্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, মেধাভিত্তিক, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, খেলোয়ার ও অন্যান্য দুই কোটি চোষট্টি লক্ষ পঁচানব্বই হাজার ছয়শত পঁচাত্তর টাকার বৃত্তি সভায় অনুমোদন দেয়া হয়। এছাড়াও স্প্রিং ট্রাইমেস্টার ফলাফলের ভিত্তিতে ২৪৩ জন শিক্ষার্থীদের একলক্ষ চুয়ান্ন হাজার পাঁচশত নয় টাকা মেধাবৃত্তি প্রদানের বিষয়টি সভায় অনুমোদিত হয়। এতে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তাহমিনা খাতুন, ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. এম মজিবুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, চবি প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, ডা. সৈয়দ ইমামুল হোসাইন, . ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, প্রফেসর ড. মো. ফসিউল আলম, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, মো. সেলিম হোসেন ও তৌফিকা আমরিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজব্দ তালিকার এক সাক্ষীর সাক্ষ্য
পরবর্তী নিবন্ধকারেন্ট বুক সেন্টারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আমিনের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ