পোর্ট সিটি ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা

| সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১২ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ২৩তম সভা বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আনোয়ারের সভাপতিত্বে সভায় বিভিন্ন বিভাগ থেকে কোর্স সম্পন্ন করা ৫৪৪ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদানের সুপারিশ করা হয়।এছাড়াও সকল প্রোগ্রামের সামার-২০২১ সেমিস্টারের চুড়ান্ত ফলাফল সভায় অনুমোদন দেওয়া হয়।সভায় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও একাডেমিক এডভাইজার অধ্যাপক ড. এম মজিবুর রহমান, প্রফেসর ড. নিজামুল হক ভুঁইয়া,মোহাম্মদ আলী আজম স্বপন, এহসানুল হক রিজন,মাহাফুজুল হায়দার চৌধুরী রোটন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, কো-অর্ডিনেটরবৃন্দ, রেজিষ্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, সকল বিভাগের বিভাগীয় চেয়ারম্যান সহ একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচসিক অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী পরিষদের সমন্বয় সভা
পরবর্তী নিবন্ধযুব ইউনিয়ন দক্ষিণ জেলার আলোচনা সভা