পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গতকাল পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়, দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন ঈমাম ও খতিব মাওলানা এবিএম আমিনুর রশিদ। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরল আনোয়ার, ট্রেজারার প্রফেসর ড. গনেশ চন্দ্র রায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, ব্যবসায় অনুষদের ডীন প্রফেসর ড. মো. ফশিউল আলম, সমাজ বিজ্ঞান কলা ও আইন অনুষদের ডীন মো. ইউনুস, রেজিষ্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, প্রক্টর এস এম ওসমান গণি, বিভিন্ন বিভাগের কো- অর্ডিনেটর, চেয়ারম্যানসহ সকল শিক্ষক, অতিথি, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।