নগরের পোর্ট কানেক্টিং রোডে অবৈধভাবে বাস, ট্রাক, কার্ভাডভ্যান পার্কিং করে জনদুর্ভোগ ও যানজট সৃষ্টি করায় ২০ জনকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস।