পোর্ট্রেটের ৩৩ বছর পূর্তিতে আলোকচিত্রী সম্মেলন

| মঙ্গলবার , ১ নভেম্বর, ২০২২ at ৭:১৬ পূর্বাহ্ণ

পোর্ট্রেট এর ৩৩ বছর পূর্তিতে আলোকচিত্রী সম্মেলন চট্টগ্রাম প্রেস ক্লাবের কনফারেন্স হলে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ফরিদ মাহমুদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলোকচিত্র শিল্পী মউদুদুল আলম। বক্তব্য রাখেন পোর্ট্রেট এর সম্পাদক রূপম চক্রবর্তী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি রুবেল খান, চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, বিএফইউজের সাবেক যুগ্ম সম্পাদক আসিফ সিরাজ, প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক আইয়ূব আলী, পোর্ট্রেট এর উপদেষ্টা মিন্টু দাশ, শেখ আদনান শুভ, প্রভাস দে, মডেল শেখ পুতুল, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি দেব প্রসাদ দেবু, সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, সোহেল সরওয়ার, রবি শংকর চক্রবর্তী, আলোকচিত্রী বাসব শীল, কে ইউ মাসুদ, হাবীবুর রহমান মিঠু, বিশ্বজিত ধর, নসিমা আক্তার, সাইফ আজাদ, মাখন লাল সরকার, ফোরকান আবু প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি ফরিদ মাহমুদ বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে আলোকচিত্র সাংবাদিকতায় চট্টগ্রাম সব সময় অগ্রগামী ছিল। আন্তর্জাতিক পুরস্কারের দিক দিয়েও চট্টগ্রাম ছিল সেরা। প্রযুক্তির উৎকর্ষের এ যুগেও আলোকচিত্র শিল্পের উপযোগিতা ন্যূনতম কমেনি। কিন্তু সম্মান ও মূল্যায়নের দিক দিয়ে আলোকচিত্র সাংবাদিকরা অবহেলিত। এদেশে যদি আলোকচিত্র সাংবাদিকদের জন্যে স্বীকৃত সরকারী শিক্ষা প্রতিষ্ঠান থাকতো আজকের এ অবস্থা হতো না। বাংলাদেশের চিত্র সাংবাদিকদের কাজের মান অনেক উঁচু ও উন্নত। শেষে সংগঠনের পক্ষ থেকে সমাজসেবক ফরিদ মাহমুদকে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ‘পরকীয়ার জেরে’ বিষপানে যুবকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অনলাইনে ভূমি উন্নয়ন কর মেলা