পোমরা দাশ পাড়ায় বাসন্তী উৎসব

| বৃহস্পতিবার , ৩০ মার্চ, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া পোমরা দাশ পাড়ায় বাসন্তী উৎসব গতকাল উদ্বোধন করেন জেলা পূজা পরিষদের সাবেক সহসভাপতি সুকোমল বিকাশ শীল। প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রীর সহকারী একান্ত কর্মকর্তা এমরুল করিম রাশেদ। গেস্ট অব অনার ছিলেন চুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. স্বপন কুমার রায়, স্থাপত্য বিভাগের বিভাগীয় কানু কুমার দাশ, সেন্টার ফর রিভার, হারবার অ্যান্ড ল্যান্ডস্লাইড রিসার্চের চেয়ারম্যান অধ্যাপক ড. বিপুল চন্দ্র মণ্ডল ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. প্রসেঞ্জিত দাশ। পরিষদের সভাপতি বাদল দাশের সভাপতিত্বে এবং হাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট পঙ্কজ চৌধুরী, সুপায়ন সুশীল, বিজন দাশ গুপ্ত, ডা. নিপুন পাল, রাখাল দাশ, সৈয়্যদুল আলম তালুকদার, মাস্টার মোসলেম উদ্দিন, তপন দাশ, প্রদীপ মল্লিক, সমীর চক্রবর্ত্তী, মানিক দাশ, সম্ভুনাথ দে, ডা. অসিত তালুকদার, মিলন বিশ্বাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদে নতুন নোট পাওয়া যাবে ৯ এপ্রিল থেকে
পরবর্তী নিবন্ধতারেক-জোবায়দার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের ৯ এপ্রিল