পোড়া-বাসি তেল দিয়ে ইফতার সামগ্রী তৈরি, কাপ্তাইয়ে দুই দোকানিকে জরিমানা

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ২৩ মার্চ, ২০২৪ at ৪:২২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) বেলা ১১টায় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের রাঙামাটি ও চট্টগ্রাম জেলার দায়িত্বরত সহকারী পরিচালক রানা দেব নাথ এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্র জানিয়েছে, কাপ্তাই উপজেলার জেটিঘাট বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পোড়া-বাসি তেল দিয়ে ইফতার সামগ্রী তৈরি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইলিয়াসসহ কাপ্তাই থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে যাত্রী সেজে সিএনজি চালককে অপহরণ
পরবর্তী নিবন্ধঈদগাঁওতে ডাম্পার চাপায় শ্রমিকের মৃ’ত্যু