পোকাসহ বেগুন রান্না, কুটুমবাড়ি রেস্তোরাঁকে ৩২ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ at ৬:৪৪ পূর্বাহ্ণ

অপরিচ্ছন্ননোংরা পরিবেশ, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুত, মেয়াদহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও পোকাসহ বেগুন রান্না করার অভিযোগে নগরীর ওয়াসা এলাকার কুটুমবাড়ি রেস্তোরাঁকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও মো. আনিছুর রহমান।

এছাড়া খুলশী আবাসিক এলাকার ২ নম্বর রোডের কোরিয়ান রেস্টুরেন্টখুলশী হিলকে নির্ধারিত মূল্যের অধিক মূল্যে এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তৈরি খাবার ও খাবার তৈরির বিভিন্ন সস ও অন্যান্য উপাদান ফ্রিজে সংরক্ষণের অভিযোগও রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

পূর্ববর্তী নিবন্ধসাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা আদালতের রাষ্ট্রপক্ষ বলছে আরো সাক্ষ্য প্রয়োজন
পরবর্তী নিবন্ধপেকুয়ায় সাবেক এমপি জাফরসহ ৯৫ জনের বিরুদ্ধে মামলা