পেসমেকার থেকে দূরে রাখুন আইফোন ১২

| মঙ্গলবার , ২৬ জানুয়ারি, ২০২১ at ৯:৪২ পূর্বাহ্ণ

যদি আপনার শরীরে পেসমেকার থাকে, তাহলে দূরে রাখুন আইফোন ১২। অনেকটা সতর্কবার্তা আকারে এমন নির্দেশনা দিয়েছে অ্যাপল। সমপ্রতি এ সম্পর্কিত নিজেদের এক সমর্থন নথি আপডেট করেছে প্রতিষ্ঠানটি। নথিটিতে আইফোন ১২ এবং ম্যাগসেফ অ্যাকসেসরিজ’কে ‘পেসমেকার, ডিফিব্রিলেটর এবং অন্যান্য এরকম সংযুক্তি’ থেকে দূরে রাখতে বলেছে অ্যাপল। বেতার তরঙ্গ বা চৌম্বকীয় ক্ষেত্রে প্রভাব রাখতে পারে এগুলো। খবর বিডিনিউজের। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, দৈনন্দিন ব্যবহারের সময় অন্তত ছয় ইঞ্চি দূরে এবং আইফোন ওয়্যারলেস চার্জিংয়ের সময় ন্যূনতম এক ফিট দূরত্বে রাখতে হবে ডিভাইসকে। আগের আইফোন মডেলের তুলনায় নতুন আইফোনের বাড়তি চৌম্বক ক্ষেত্র ঝুঁকি বাড়াচ্ছে না বলেও উল্লেখ করছে অ্যাপল। তবে, ডাক্তাররা সমপ্রতি পরীক্ষা করে দেখেছেন যে নতুন আইফোন মডেলের কারণেও শরীরে বসানো সংযুক্তিতে সমস্যা হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধএক মিশনেই ১৪৩ মহাকাশযান স্পেসএক্সে রেকর্ড
পরবর্তী নিবন্ধছয় মাসে এডিপি বাস্তবায়ন ২৪ শতাংশ