বিশ্বকাপের ডামাডোলের মধ্যে সারা বিশ্ব পেলেকে নিয়ে উদ্বিগ্ন। তাদের উৎকণ্ঠা বাড়িয়ে ব্রাজিল থেকে খবর এসেছে, প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে এই ফুটবল কিংবদন্তিকে। অন্ত্রের ক্যানসারের চিকিৎসায় কেমোথেরাপিতে পেলের শরীর এখন আর সাড়া দিচ্ছে না।
একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা পেলেকে গত বুধবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। মেডিকেল রিপোর্ট অনুযায়ী, পরীক্ষা-নিরীক্ষায় তার শ্বাসযন্ত্রের সংক্রমণ ধরা পড়ে।
এতে স্বাভাবিকভাবে তার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। পেলের বর্তমান অবস্থা জানতে তার ম্যানেজার ও সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও, তাৎক্ষণিকভাবে কেউ কিছু জানায়নি। কয়েক বছর ধরে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন পেলে। গত বছর তার কোলন টিউমারও ধরা পড়ে।